সমাচার ডেস্কঃ- রাতারাতি হঠাৎ ভাগ্য পরিবর্তন মানুষকে গরিব থেকে ধনী ব্যক্তিতে পরিণত করে দেয় । কেউ অনেক সময় লটারি কিনে এক রাতারাতি কোটিপতি এমনটি দেখাই যায় । এবার ঘটলো ভিন্ন ঘটনা । আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়েছিল বাড়ির ছাদে । আর তাতেই কোটিপতি হয়ে গেলেন এক যুবক।
ঘটনাটি ইন্দোনেশিয়ার । সেখনের এক স্থানীয় বাসন্দিা জোসুয়া হুটাগালানগুর বাড়িতে । জোসুয়া নিজের বাড়িতে কাজ করছিলেন । হঠাৎ আকাশ থেকে তার বাড়িতে এক বস্তু পরে । তা বিক্রি করে দরিদ্র থেকে সোজা ১০ কোটির মালিক হয়ে গেলেন ব্যাক্তি ।
আসলে আকাশ থেকে অতি বিরল বস্তু, রেটিং জোসুয়ার বাড়িতে পড়েছিল , তা আসলে একটি উল্কাপিণ্ড । এই উল্কার টুকরাটি প্রায় ৪ বিলিয়ন বছরের পুরোনো। এর বাজারে দাম ধরা হয়েছে ১০ কোটি টাকা।
উল্কাপিণ্ডটি তীব্র গতিতে তার ছাদে পড়ে। এরপর ছাদ ফুটে করে নিচে নেমে আসে এবং তার ঘরের মেঝের মধ্যে প্রায় ১৫ সেমি ঢুকে যায়। এমন ঘটনায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়েছিলেন জোসুয়া। জোসুয়া জানিয়েছেন, প্রথম যখন এটি পড়ে, তখন মারাত্মক গরম ছিল কিন্তু পরে এটি ঠাণ্ডা হয়ে যায়।