ছত্তিশগড়ে মাওবাদীদের ছোড়া গুলি শহিদ এক বাঙালি জওয়ান কানাই মাজি

0

ছত্তিশগড়: মাওবাদী সংঘর্ষে শহীদ এক ভারতীয় বাঙালি জওয়ান। পুলিশ সূত্রে জানা গেছে তিনি পুরুলিয়ার রঘুনাথপুরের লাছিয়া গ্রামের বাসিন্দা ৷

তার নাম কানাই মাজি ৷ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায়। শহীদ কানাই মাজি CRPF এর ২০৪ এর কোবরা ফোর্সের কমান্ডো পদে ছিলেন তিনি।

গতকাল সন্ধ্যায় ছত্তিশগড়ের সুকমা জেলায় কিস্তারাম থানার পালোদি গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে কোবরা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।

সেই হামলায় মাওবাদীদের ছোড়া গুলি এসে লাগে কানাইকে। সেখান থেকে তাকে উদ্ধার করে হেলিকপ্টারে করে রায়পুর নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু মাঝে পথেই প্রাণ হারান ওই জওয়ান ৷