বহু রাজ্যের প্রস্তাবে উঠে এল লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত! স্কুল-কলেজ, মল, ধর্মীয় সমাবেশ এর উপর নিষেধাজ্ঞা জারী থাকবে 

0

সমাচার ডেস্ক:  অনেকক্ষণ সময় ধরে চলল ভিডিও কনফারেন্স। বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা দিলেন তাদের বক্তব্য। কিন্তু শেষ সিদ্ধান্ত যে দেশের প্রধানমন্ত্রী মোদী নিবেন তা সকলেই ধারণা।

১৪ এপ্রিল লকডাউন শেষ হবার সম্ভাবনা। কিন্তু এর মধ্য থেকে উঠছে নানান প্রশ্ন। বিভিন্ন মাধ্যম ও সূত্র থেকে খবর আসে যে বহু রাজ্য এই লকডাঊন কে উঠিয়ে দিতে নারাজ এত শীঘ্রই। বিশেষ করে সূত্রের খবর স্কুল-কলেজ এবং ধর্মস্থানগুলির লকডাউন এখনই তুলে দেওয়া ঠিক হবে না।

 স্বাভাবিকভাবে চলতে দেওয়া যাবে না শপিং মলগুলিও। ১৪ এপ্রিলের পরও সব ধরণের জমায়েত বন্ধ রাখতে হবে।এমনি পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রিসভাকে দিলো মন্ত্রী গোষ্ঠী। তবে ভৌগোলিকভাবে লকডাউন সীমারেখা তৈরি করা হতে পারে যা অনেকের মনে এখন প্রশ্ন জাগছে যে সত্যিই যদি সমগ্র দেশের লকডাউন কে শিথিল করা যায় তবে কি ফলপ্রসূ হবে? নাকি তা বিস্তারের সম্ভাবনা আরও বাড়বে তা এখন সময় বলবে।