AAP নেতা তাহিরের সঙ্গেই কেজরিওয়ালের শাস্তি দাবি করলেন মনোজ তিওয়ারি

0

সমাচার ডেস্ক: দিল্লির হিংসার জন্য কেজরিওয়ালের শাস্তির দাবি তুললেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি।দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি জানিয়েছে, তাহিরের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীও হিংসা ছড়ানোর জন্য সমান দোষী।

AAP নেতা তাহির হুসেনের আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে খুন ও অগ্নিসংযোগের মামলা রুজু করা হয়।বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুন, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যদিও তাহির হুসেন কে দল থেকে সাসপেন্ড করা হয়েছে।

যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন , দিল্লির চলমান হিংসায় AAP দলের কেউ জড়িত থাকলে দ্বিগুন সাজা হওয়া উচিত।