কেন্দ্রের আমফান ক্ষতিপূরণের টাকায় বিধানসভা নির্বাচনে ইলেকশন ফান্ড তৈরির মতলবে রয়েছেন মমতা: দিলীপ ঘোষ

0

কলকাতা:- আমপান ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ন এলাকা পরিদর্শন করেন তারা।ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটা জানার জন্য বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

তারপর নবান্নে মুখ‍্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা দেখা করেন।সেখানে কেন্দ্রীয় দলকে নবান্নের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লক্ষ ২ হাজার ৪৪২ কোটি টাকার হিসাব দেওয়া হয়।

শনিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চাঞ্চল্যকর দাবি করেছেন , কাল মুখ্যমন্ত্রী আবার সব বিধায়কদের বলেছেন, তৈরি হয়ে যান। টাকা আসছে,ইলেকশন ফান্ড তৈরি করতে হবে। লোকে সব বোঝে। শনিবার এমনটাই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

জানিয়ে রাখি, শুক্রবার দলের বিধায়ক, সাংসদ, মন্ত্রী ও জেলা সভাপতিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তৃনমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন আগামী ২১ এর বিধানসভা নির্বাচনের জন্য দলকে প্রস্তুত হওয়ার বার্তা দেন তিনি। এই সাংগঠনিক বৈঠককে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, আসলে আমফানের ক্ষতিপূরণের টাকা সরিয়ে নির্বাচনী তলবিল গড়তে ইঙ্গিত করেছেন মমতা।