নিজের কৃতিত্ব নেওয়ার জন্য সেনা ডাকতে দেরি করেছেন মমতা, অভিযোগ অধীরের 

0

রাজীব ঘোষঃ- নিজের কেরামতি দেখাতে গিয়ে তিনদিন ধরে সেনাবাহিনীকে ডাকেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ করেন লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দল নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছি বাংলার সর্বনাশ হয়ে গেল। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন বাংলার কি ভয়াবহ ক্ষতি হয়েছে। আর তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এটাও জানতেন যে, এই ধরনের ক্ষতির মোকাবিলা করার জন্য তার শুধু রাজ্য প্রশাসনকে দিয়ে সম্ভব নয়, সেনাবাহিনীকে ডাকা উচিত।

তাও তিনি তখন সেনাবাহিনীকে তিনদিন ধরে ডাকেননি। অধীর চৌধুরী অভিযোগ করে বলেন, আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় আমপানের বিষয়ে নিপুণভাবে সমস্ত তথ্য দিয়েছিল। ঘূর্ণিঝড় কখন আসবে, তার গতি কি হবে, সব বিষয়ে জানিয়েছিল। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোন আগাম প্রস্তুতি নিয়ে রাখেন নি। তার উচিত ছিল এই ধরনের ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কাজ শুরুর জন্য সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে রূপরেখা তৈরি করে রাখা।

এই তিনদিন মানুষের দুর্ভোগের দায় কে নেবে। নিজে সমস্ত কৃতিত্ব নেবেন বলে তিন দিন ধরে সেনাবাহিনীকে ডাকেননি। যখন মানুষের ক্ষোভের আচ শুরু হয়েছে বুঝতে পেরে তারপর তিনি সেনাকে ডেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিযোগ করে এই কথা বলেছেন কংগ্রেসের সাংসদ এবং লোকসভার দলনেতা অধীর চৌধুরী।