সরকার ও সিন্ডিকেট চালাচ্ছেন মমতা! ১৩ পাতার চিঠির জবাবে ৪ পাতার চিঠি রাজ্যপালের 

0

রাজীব ঘোষঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল এর উদ্দেশ্যে ১৩ পাতার চিঠি দিয়েছিলেন। তার সেই চিঠির জবাবে ৪ পাতার চিঠি দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর চিঠির লাইন ধরে ধরে আক্রমণ করেছেন রাজ্যপাল। সেখানে করোনা পরিস্থিতির মোকাবিলা থেকে শুরু করে রেশন সমস্যার সমস্ত কথা তুলে ধরেছেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল কে ১৩ পাতার চিঠিতে কড়া ভাষায় লিখেছিলেন, রাজ্যপালের সাংবিধানিক সীমাবদ্ধতার কথা। তার অসাংবিধানিক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। এদিন রাজ্যপাল সেই চিঠির জবাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি দিলেন সেই চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে পুলিশের শাসন কায়েম হয়েছে। মুখ্যমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করছেন। মতপ্রকাশের অধিকারের কণ্ঠরোধ করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একই সঙ্গে সরকার ও সিন্ডিকেট চালাচ্ছেন ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সিন্ডিকেটের অভিযোগ করেন বিরোধী রাজনৈতিক দল। এবার সেই একই অভিযোগ রাজ্যপালের চিঠিতেও দেখা গেল। রাজ্যপাল আরও লিখেছেন, আচরণ দেখে মনে হচ্ছে আপনি গুরুদেবের আদর্শচ্যুত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কে রবীন্দ্রনাথের থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন রাজ্যপাল। পাশাপাশি তিনি এদিন সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যেই কথা বলেছেন বলে জানিয়েছেন ।