অনুব্রত মণ্ডলের সমর্থনে এলেন মমতা , বললেন এক কেষ্ট ধরতে লাখ লাখ প্রস্তুত

0

সমাচার ডেস্কঃ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পশু চোরাচালানের মামলায় গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের সমর্থনে আসতে দেখা যাচ্ছে। এ বিষয়ে তার আইনজীবী বলছেন, দলের সমর্থন পাওয়ার পর মণ্ডলের ‘আস্থা’ বেড়েছে। বৃহস্পতিবার মণ্ডলকে তাঁর বীরভূমের বাড়ি থেকে গ্রেপ্তার করে সিবিআই। তাকে ২০ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, আইনজীবী অনির্বাণ গুহতাকুরতা বলেছেন, ‘অসুস্থ হওয়ার পরও আমার মক্কেল এখন অনেক আত্মবিশ্বাসী।’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলের নেতা তাকে সমর্থন করেছেন বলে তিনি জানতে পেরেছেন। এতে তাদের আত্মবিশ্বাস বেড়েছে। সে বলছে আমি জানতাম দিদি আমার পাশে দাঁড়াবে। আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আমার কিছু করার নেই। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মণ্ডলের সমর্থনে বক্তব্য রাখেন। স্বাধীনতা দিবসে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি প্রশ্ন তোলেন, কেষ্টাকে (অনুব্রত) গ্রেপ্তার করা হলো কেন? অনুব্রত ভুল কিছু চায়নি। আমি তাকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তিনি রাজি হননি। নির্বাচনের সময় অনুব্রতকে হেফাজতে রাখা হয়। কেষ্টকে জেলে দিলে কি হবে?’

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল, যিনি মমতা সরকারের মন্ত্রী ছিলেন। অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়, যাকে তার ঘনিষ্ঠ বলে মনে করা হয়, তাকেও ইডি আটক করেছে। তদন্তে অভিনেত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকার নগদ ও গয়না উদ্ধার করা হয়। এমন খবর পাওয়া গেছে যে চ্যাটার্জি মুখ্যমন্ত্রী সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার চেষ্টা করেছেন, কিন্তু আলোচনা হচ্ছে না।