বাংলার মানুষের বিজেপির উপর আস্থার জন্য তৃণমূল নেত্রীকেই দায়ী করলেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী । তিনি মনে করেন, মমতা বন্দোপাধ্যায়ের নীতি ও দলের কার্যকলাপের জন্যই বিজেপিতে আস্থা রাখতে বাধ্য হয়েছেন মানুষ। অধীর চৌধুরী বলেন, ‘তৃণমূলের বিরোধী হিসাবে রাজ্যবাসী বিজেপিকে মেনে নিয়েছে। যার জেরে বিরোধীদের ফাঁকা জায়গা দখল করার সুযোগ পেয়ে গিয়েছে গেরুয়া দলটি।’
তিনি দাবি করেছেন , রাজ্যে ক্ষমতায় এসে থেকেই ঘর ভাঙানোর রাজনীতি করেছেন তৃণমূল সুপ্রিমো। একই কায়দায় জোড়াফুল ভাঙাচ্ছে বিজেপি। যা রাজনীতির ক্ষেত্রে আশঙ্কা ও আতঙ্কের। এখন মুখ্যমন্ত্রী আদর্শের রাজনীতির কথা বলছেন। যা তাঁর মুখো শোভা পায় না। বাংলায় বিজেপির উত্থান আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃত কর্মের মাশুল।