সমাচার ডেস্ক: ভারত আমেরিকা ব্রিটেন জার্মানি জাপান চীন এসব দেশে গাড়ি তৈরীর কথা আপনারা শুনেছেন.। কখনো দেখেছেন। গাড়ির গায়ে মেড ইন চাইনা মেড ইন জাপান মেড ইন জার্মান মেড ইন ইন্ডিয়া। কিন্তু হঠাৎ যদি আপনি দেখেন মেড ইন বাংলাদেশ। অবাক হবেন না। এমনটাই হতে চলেছে আগামী বছর।
আপনিও সে চার চাকার জানে করে হয়ে যেতে পারেন এক ভ্রমণকারী। বাকিটা গল্পেই থাক । ভবিষ্যৎ কথা বলবে এর ইতিহাস সম্পর্কে। আসলে এর মধ্যে একটি তথ্য সামনে এসেছে ২০২১ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে গাড়ি উৎপাদন।
প্রাথমিক ভাবে ২শ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হলেও পর্যায়ক্রমে এই বিনিয়োগ ছাড়াবে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে। বর্তমানে গাড়ি কারখানার নির্মাণ কাজ চলছে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ১শ একর জমির উপর।