তিনটি স্তরে হতে পারে লকডাউন! খবর সূত্রের। তবে মেয়াদ বৃদ্ধি নিয়ে একমত গোটা দেশ ।

0

সমাচার ডেস্কঃ- দেশে লকডাউন উঠবে? নাকি শিথিল করা হবে? নাকি আরো কঠোর করা হবে? বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ভারতের অবস্থা এখন অনেকটা দোদুল্যমান অবস্থায় রয়েছে বললেই চলে। কারণ ভারতের রাজ্যগুলি কে লক্ষ্য করলে দেখা যাবে তারা এখনও বিভিন্ন স্টেজে রয়েছে। প্রথমত মেঘালয়, সিকিম আর নাগাল্যান্ডের মতো রাজ্যও পড়ছে যেখানে এখনও পর্যন্ত কোনো করোনা-রোগীর সন্ধান মেলেনি তাই এইসব রাজ্যকে লকডাউন আওতার বাইরে রাখা কি সম্ভব এমনটাই ভাবনা-চিন্তা রয়েছে প্রশাসনের অন্দরমহলে ।

 

পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, পঞ্জাব, হরিয়ানা, অসম, চণ্ডীগড় এবং জম্মু ও কাশ্মীর। এই জোনে সংক্রমিতের সংখ্যা কোথাও ২৫০ ছাড়ায়নি। মৃতের সংখ্যাও দুই অঙ্কে পৌঁছয়নি। কিন্তু লকডাউন খুললেই হু হু করে বেড়ে যেতে পারে আবার সেই সংখ্যা। কারণ এসব রাজ্যে পরিযায়ী শ্রমিকরা এখনো কি পরিস্থিতিতে রয়েছে তা সম্পূর্ণভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এছাড়া যোগাযোগ ব্যবস্থা যদি খুলে যায় তখন লক্ষ লক্ষ মানুষের ভিড় এসে দাঁড়াবে রাস্তায়। তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি বর্ডার সম্বলিত রাজ্য।

তৃতীয়তঃ যা রয়েছে এখন অনেকটা আশঙ্কাজনক অবস্থায় পরিস্থিতি ধীরে ধীরে অবনতির পথে যাচ্ছে।

মহারাষ্ট্র , মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, তেলঙ্গানা ও কর্নাটকের মতো রাজ্যগুলি। প্রত্যেকটি রাজ্যেই সংক্রমিতের সংখ্যা আড়াইশোর বেশি। এমনকি মহারাষ্ট্রে তো ১০০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এই সব রাজ্যে লকডাউন আরও কঠোর ভাবে প্রয়োগ করার কথা ভাবা হচ্ছে।