“আসুন সবাই মিলে রাস্তায় বেরিয়ে হাঁচি দিয়ে ভাইরাস ছড়িয়ে দিই” : মুজিব মোহম্মদ

0

সমাচার ডেস্ক: এবার ইনফোসিস নিল তাদের কড়া দাওয়াই একদম চাকরি থেকে বরখাস্ত করে দিলেন ব্যক্তি কে।ইনফোসিস ট্যুইট করে জানায় যে, কর্মচারী দ্বারা সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট নিয়ে তাঁদের তদন্ত শেষ হয়েছে। আর এরপর তাঁরা ওই কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাঁকে বরখাস্ত করেছে। একদিকে ভারতে যখন করো না আক্রান্তের সংখ্যা লাফালাফি বেড়ে চলছে তখন এই ধরনের মন্তব্য যথেষ্ট বেগ দিতে পারে।

ইনফোসিসের সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুজিব মোহম্মদ ফেসবুকে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘আসুন সবাই মিলে রাস্তায় বেরিয়ে হাঁচি দিয়ে ভাইরাস ছড়িয়ে দিই।”

ব্যাঙ্গালোর সংযুক্ত পুলিশ কমিশনার সন্দীপ পাতিল একটি বয়ানে বলেন, ‘যেই ব্যাক্তি প্রকাশ্যে হাঁচি দিয়ে ভাইরাস ছড়ানোর জন্য মানুষকে উস্কাচ্ছিল, তাঁকে গ্রেফতার করা হয়েছে। সে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করে”।