অসমে ভূমিধস , মৃত্যু ২০ , পরিস্থিতি খারাপ অনেকের !

0

সমাচার ডেস্কঃ- ভয়াবহ বন্যাবিধ্বস্ত অসম । এর জের ঘটলো ভূমি ধস , এই দূর্ঘটনায় মারা গেলেন ২০ জন , এখনো পরিস্থিতি নাজেহাল অনেকের । ঘটনাটি দক্ষিণ অসমের বারাক উপত্যকা এলাকার , তিনটি আলাদা জেলায় এমন ঘটনা ঘটেছে ‌। এলাকা বিগত বেশ কয়েকদিন ধরে মারাত্মক বৃষ্টি হছে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রায় ন’‌টি জেলা অতিবৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল। আশ্রয়হীন হয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। তাছাড়া, অসমে করোনা সংক্রমণের ভয় তো রয়েছেই। তার মধ্যে এই ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

এমন দুরদশায় এমন দূর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনডিআরএফের দল । মৃতদের মধ্যে ১২ জন একই পরিবারে সদস্যের ছিলেন । অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান । মৃতের সংখ্যও পরে বাড়তে পারে বলে আশঙ্কা।