প্রথম দিনেই ভারতে মুখথুবড়ে পড়ল লাল সিং চাড্ডা,আয় মাত্র এত কোটি টাকা,দুশ্চিন্তায় রাতে ঘুমতে পারছেন না মিস্টার পারফেকশনিস্ট

0
আমির খান

সমাচার ডেস্কঃ রক্ষা বন্ধনের দিন মুক্তি পেয়েছে বলিউডের দুই সুপারস্টারের ছবি একদিন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডা এবং দ্বিতীয়টি হল বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের রক্ষা বন্ধন। বৃহস্পতিবার দিন বহু সমালোচনার পরেও মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা।

এই ছবির হাত ধরে রুপালি পর্দায় ফিরছেন আমির খান।আশা করা হচ্ছিল বলিউডের ডুবন্ত জাহাজ পার করবেন আমির।কিন্তু প্রথম দিনের বক্স অফিস কালেকশনে মুখ থুবড়ে পড়েছে আমির খানের ছবি লাল সিং চাড্ডা।

বক্স অফিস তথ্য অনুসারে, লাল সিং চাড্ডা প্রথম দিনে প্রায় ১১.৫০ কোটি আয় করেছে, যা ছবিটির প্রত্যাশার চেয়ে অনেক কম। ছবিটি দিল্লি এনসিআর এবং পূর্ব পাঞ্জাবে ভালো ব্যবসা করেছে।দিল্লি শহর, নয়ডা এবং গুরুগ্রামে ছবিটির সংগ্রহ ভালো। প্রথম দিনে পাঞ্জাবেও ভালো আয় করতে পেরেছে ছবিটি। উল্লেখযোগ্যভাবে, লাল সিং চাড্ডা সারা দেশে প্রায় ৩৩৫০ স্ক্রিনে মুক্তি পেয়েছে।এমনকি, আইএমডিবিতে আমির অভিনীত ছবির তালিকায় সবচেয়ে নীচে আছে ‘লাল সিং চাড্ডা’।

বর্তমান পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে বলিউড জুড়ে শনির ছায়া,দু একটি ছবি ছাড়া অধিকাংশ ছবি মুখথুবড়ে পড়েছে দেশজুড়ে। আপনাদের জানিয়ে রাখি,আমির খানের ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই ক্ষুব্ধ নেটিজেনরা,আমির কারিনার পুরনো মন্তব্য,সাক্ষাতকার এবং আক্রমণ করেছেন।,এবারও তাই হয়েছে, আমিরের একটি পুরনো সাক্ষাৎকার টেনে নিয়ে বয়কট অভিযান চালিয়ে যাচ্ছে নেটিজেনদের বড় অংশ।

সেই সাক্ষাৎকার কারে আমির বলেন, ভারত খুবই সহনশীল দেশ কিন্তু সেখানে কিছু লোক আছে যারা ইচ্ছাকৃতভাবে ঘৃণা ও হিংসা ছড়ায়। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে দেশের পরিস্থিতির কারণে তাঁর প্রাক্তন স্ত্রী সন্তানদের নিয়ে ভারত ছাড়তে চায়।