সমাচার ডেস্কঃ- সত্যিই কি ড্রাগনের মুখ বন্ধ! একেবারে কোণঠাসা চীন। বারবার করে বিশ্ববাজারে উঠে আসছে কি প্রশ্ন? হবেনাই বা কেন? একদিকে আমেরিকার সাথে বাণিজ্যিক যুদ্ধ অন্যদিকে ভারতের সাথে সীমান্ত যুদ্ধে লিপ্ত চীন । আবার নিজের গৃহযুদ্ধে বেসামাল চাইনিজ টাইগাররা। যার ফলস্বরূপ ভুগতে হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ দেশ কে।
সোমবার ওয়াকিবহাল সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন ফ্লিট আপাতত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মহড়ায় ব্যস্ত রয়েছে। অন্য দিকে মালাক্কা প্রণালীর মধ্যে দিয়ে যাত্রা করে বর্তমানে পারস্য উপসাগরের দিকে রওনা দিয়েছে মার্কিন রণপোত বাহিনী। আর এই খবর চিনে পৌছাতেই যথেষ্ট হাড় হিম হয়ে গেছে চাইনিজ মিডিয়ার।
নিজের দেশের একনায়কতন্ত্র সরকারকে এবার ক্রমশ সাধারণমানুষ দোষারোপ করতে চলেছেন। চলতি সপ্তাহের শেষ দিকে দুই দেশের নৌবাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যৌথ মহড়া শুরু করবে।