বিনোদন ডেস্ক: হাতে ঝাঁটা নিয়ে ঘর ঝাড়ু দিচ্ছেন বলিউডের উষ্ণ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।পরনে সাদা কুর্তা-পাজামা।এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অক্ষয় কুমার।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে হাতে ঝাঁটা নিয়ে ঘরের মেঝে পরিস্কার করছেন ক্যাটরিনা কাইফ।অক্ষয় তাকে জিজ্ঞাসা করছেন, ক্যাটরিনাজি আপনি কী করছেন।উত্তরে ক্যাটরিনা বললেন, সাফাই করছি।
সব থেকে মজার ব্যাপার হচ্ছে ভিডিওটির ক্যাপশনে অক্ষয় কুমার লেখেন, সূর্যবংশীর সেটে স্বচ্ছ ভারতের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয় ক্যাটরিনার ভিডিওটি।
ক্যাটরিনা কাইফের নতুন ছবি সূর্যবংশী। ইতিমধ্যেই ছবির জোর কদমে চলছে সূর্যবংশী ছবির শ্যুটিং। ছবিটিতে দেখা যাবে অক্ষয় কুমার, ক্যাটরিনা,অজয় দেবগণ। চলতি বছরের ২৭ মার্চ ছবিটি মুক্তি পাবে।
Instagram-এ এই পোস্টটি দেখুন
Spotted : The newest #SwachhBharat brand ambassador on the sets of #Sooryavanshi 😬 @katrinakaif #BTS