#KaranvirBohra : সুষমা স্বরাজের জীবনাবসানে শোকবার্তা দিলেন করণবীর!

0

প্রাক্তন বিদেশমন্ত্রী মৃত্যুতে এবার শোক প্রকাশ করলেন টেলি অভিনেতা করণবীর বোহরা । তিনি বলেন, সুষমা স্বরাজের মৃত্যুর খবরে তিনি চমকে উঠেছেন। বিদেশের মাটিতে কোনও ভারতীয়কে কখনও অসুবিধায় পড়তে দেননি সুষমা স্বরাজ। শুধু তাই নয়, সুষমা স্বরাজ না থাকলে তাঁকেও রাশিয়ার জেলে কাটাতে হতো বলে নিজের সোশাল হ্যান্ডেলে জানান বিগ বস ১২-এর জনপ্রিয় প্রতিযোগী।


করণবীর আরও জানান, মস্কোতে গিয়ে তিনি একবার সমস্যায় পড়েছিলেন। ওই সময় সুষমা স্বরাজ যেভাবে তাঁর সাহায্যের জন্য এগিয়ে আসেন, সেই প্রসঙ্গ তুলে এনেও শোকবার্তায় লেখেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা।