এই কারণের জন্য বাবাকেও চড় মারতে গিয়েছিলেন স্পষ্টভাষী কঙ্গনা!

0

সমাচার ডেস্ক: বলিউডের স্বজনপোষণকে সামনে এনেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে সবাই তাকে স্পষ্টভাষী এবং ঠোঁটকাটা হিসেবে চিনে থাকে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় স্বজনপোষণ কে সবার আগে দায়ী করেছেন তিনি।

অন্যায় বা নারী বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদী করে একাধিক বার প্রশংসা কুড়িয়েছেন কাঙ্গানা। তার এই স্বভাব শুধু বাইরে নয় বাড়িতেও এই রকমই। তিনি। নিজেকে তিনি বদলাতে পারবেন না জানিয়েছেন অভিনেত্রী নিজেই।এই অভিনেত্রী জানিয়েছিলেন, একদিন স্কুল যেতে মানা করায় তার বাবা অমরদ্বীপ রানাওয়াত তাকে চড় মারার জন্য উদ্যত হয়েছিলেন। সেই সময় তার বাবার সঙ্গে প্রচণ্ড ঝগড়া করেছিলেন তিনি।

সেদিন থেকে তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল।তার কথা কথা অনুযায়ী,‘যদি তুমি আমাকে চড় মারো, তবে আমিও তোমাকে চড় মারব’।তবে আজ সেই কঙ্গনার জন্য আজ পরিবারের মুখ উজ্জ্বল। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি।

 এমনকি চার বার আন্তর্জাতিক স্তরে পুরস্কার জিতে ছেন তিনি। কঙ্গনা ছিল পরিবারের দ্বিতীয় কন্যা সন্তান হওয়ায় সেদিন কোনো উদযাপনে পরিণত হয়নি। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

তিনি আরও বলেন,আমি যখন জন্মেছিলাম, আমার বাবা-মা, বিশেষ করে আমার মা, কোনো মতেই মেনে নিতে পারছিলেন না যে দ্বিতীয় সন্তানও মেয়ে।এই গল্প গুলি আমার কাছে খুব পরিচিত কারণ প্রত্যেকবার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হত বা সবাই এক জায়গায় সামিল হলে এই গল্পটাই বারবার বলত সবাই।

আপনাদের জানিয়ে রাখি ২০১৯ সালের সিনেমার জন্য ঘোষণা করা হয়েছে ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম আর সেখানেই সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কঙ্গনা।