সমাচার ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে কঙ্গনা রানাউত সবাই জেনে থাকেন আবার কেউ কেউ ‘পাঙ্গা গার্ল’ নামে জেনে থাকেন।তিনি প্রায়শই এরকম কিছু বলেন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যার কারণে তিনি সংবাদ শিরোনাম থাকেন।
এবারও একই ঘটনা ঘটল কঙ্গনা রানাউতের সঙ্গে।প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে (মঙ্গলবার) কঙ্গনা রানাউত নিজের সোশ্যাল মিডিয়ার একাউন্টে একটি অদেখা ভিডিও শেয়ার করেছেন, যা স্বাধীনতার সাথে সম্পর্কিত। ষএই ভিডিওটিকে দেশের প্রথম জাতীয় সঙ্গীত বলে বর্ণনা করেছেন অভিনেত্রী কঙ্গনা।
ভিডিওটি কালো এবং সাদা ভিডিও কঙ্গনা রানাউত তার অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ভিডিওটি মোট ৩ মিনিট ১৬ সেকেন্ডের, যা একটি লাল পতাকা দিয়ে শুরু হয়। এর পর অনেক ভিজ্যুয়ালসহ ভিডিওতে গানটি শোনা যাচ্ছে।
এই ভিডিওটির সাথে কঙ্গনা রানাউতের লেখা ক্যাপশন দেখে সবাই হতবাক হয়েছেন নেটিজেনরা।সেই ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন যে, ‘আমাদের প্রথম জাতীয় সঙ্গীত। উপভোগ আমাদের সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের অগ্রিম শুভেচ্ছা।কঙ্গনা রানাউতের এই পোস্টের পর এনেকেই ভালো মন্তব্য করেছেন এবং কেউ কেউ কঙ্গনাকে অনেক কথাও বলেছেন।
View this post on Instagram