উত্তর দিনাজপুরের যুব সংসদ প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ সরলা সুন্দরী অর্জন করল দ্বিতীয় স্থান

0

অমিত সরকার: দিন কয়েক আগে অনুষ্ঠিত হয়ে গেল সংসদ প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। জেলাস্তর যুবসংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৩টি বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয় দ্বিতীয় হয়ে পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

 ব্যক্তিগত বিভাগে ‘বেস্ট সচিব’ হয়েছে অর্পণ কর্মকার, ‘বেস্ট মার্শাল’ হয়েছে সোহান দাস এবং

‘বেস্ট বিরোধী দলনেত্রী’ হয়েছে মোহিনী মোদক। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দেবার জন্য এবং

উজ্জীবিত করবার লক্ষ্যে বিদ্যালয়ের একজন শিক্ষক মন্তব্য করেছেন

“এই সাফল্য ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফল । তাদের উৎসাহ ও উদ্দীপনায় আমরা উজ্জীবিত হয়েছি। এইভাবেই আরো এগিয়ে যাও তোমরা। আমরা সবসময় তোমাদের সাথে আছি।”

বিদ্যালয়ের পক্ষ থেকে 10 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 6 জন মেয়ে এবং চারজন ছেলে। শিক্ষক বরুন সিকদার, অরিন্দম ঘোষ এবং অরিন্দম সাহা মহাশয় তাদের সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্ণজোড়া হাই স্কুলে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা “উত্তর দিনাজপুর ইয়ুথ পার্লামেন্ট কম্পিটিশন 2019 -20 কম্পিটিশনে” অংশগ্রহণ করেছিল। প্রথম হয়েছে বরুনা হাই স্কুল, দ্বিতীয় কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুল, তৃতীয় ইসলামপুর গার্লস। কালিয়াগঞ্জ এর সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেববর্মা বিদ্যালয়ের এই পারফরম্যান্সে অত্যন্ত খুশি।