সমাচার ডেস্ক: “রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও” এই বিখ্যাত উক্তি বাবা লোকনাথের। বাবা তার সন্তানদের সবসময় সৎ পথে চলার পরামর্শ দেন। লোকনাথ বাবা সকলকে বলেন সৎ পথে চললে তার খুব ভালো হয়।
লোকনাথ বাবা বলেন জীবনে পরিশ্রম করে অর্থ উপার্জন করলে অনেক শান্তিতে থাকা যায়। জীবনে সুখ-শান্তি সমৃদ্ধি জন্য বাবা লোকনাথ সবসময় তার ভক্তদের পাশে রয়েছেন।
লোকনাথ বাবা তার ভক্তদের সবসময় বলেন যে সুখ দুঃখের মধ্যে দিয়ে আসে সে সুখ চিরস্থায়ী হয়। লোকনাথ বাবা মনে করেন কারও কখনো কারও ক্ষতি চাওয়া বা ক্ষতি করা উচিত নয় তাহলে নিজের ক্ষতি হয়। সকলকে সবসময় ভালোবাসা উচিত তার বিখ্যাত বাণী ভক্তের ঘরে ঘরে আজ অমৃতবাণী হয়ে রয়েছে।
আর লোকনাথ বাবা তার সন্তানদের কখনো নিরাশ করেন না। তিনি সব সময় তার সন্তান এর পাশে দাঁড়ান। লোকনাথ বাবা তার সন্তান এর সুখ ও দুঃখের সময় সর্বদা লক্ষ্য রাখেন।