ওয়েব ডেস্কঃ এনআরসি বিরোধী যৌথ বাম । নাগরিকত্ব বিল ঠেকাতে ১৯ডিসেম্বর তিন স্বাধীনতা সংগ্রামী, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লা খান আর রোশন সিং-র ফাঁসির দিনটাকেই বেছে নিল পাঁচ বাম দল। ১৯২৭ সালের ১৯ ডিসেম্বর, ফাঁসি হয় তিনজনের। রামপ্রসাদ বিসমিলের লেখা “শরফারোসি কি তমন্না অব হামারি দিল মেঁ হ্যয়…” স্বাধীনতা লড়াই-এ জনজোয়ার তুলেছিল। ১৯২৭ সালের ১৯ডিসেম্বর গোরক্ষপুর জেলে ফাঁসি হয় বিসমিলের। একই দিনে ফৈজাবাদ জেলে ফাঁসি হয় তার সহযোগী, আশফাকুল্লা খানের, আর নৈনি জেলে ফাঁসি হয়, রোশন সিং-এর। আগামী ১৯ডিসেম্বর দেশজুড়ে সব স্তরে মিছিল বিক্ষোভ আন্দোলনের ডাক দিল ৫ বামদল।
৫ বামদলের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ধর্ম বর্ণ নির্বিশেষে এই ঐক্যই দেশের স্বাধীনতার উত্তরাধিকার। নাগরিকত্ব বিল দেশের ধর্ম নিরপেক্ষতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।” ৫বাম দলের দাবি, নাগরিকত্ব বিল আইনে পরিণত হলে, সাম্প্রদায়িক বিভাজন, সামাজিক মেরুকরণ আরও প্রকট হবে। যা দেশের ঐক্য সার্বভৌমত্ব এর প্রথম বিপজ্জনক।