সমাচার ডেস্ক: খুব শীঘ্রই দেশজুড়ে চালু হতে চলেছে 5জি পরিসেবা। আপনাদের জানিয়ে রাখি , ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে 5G স্পেকট্রাম নিলাম ।নিলামে সবচেয়ে বেশি ব্যান্ড কিনেছে Jio। টেলিকম কোম্পানি 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz এবং 26GHz ব্যান্ডে স্পেকট্রাম অধিগ্রহণ করেছে।
তবে 5G নেটওয়ার্কের আগেই, ইতিমধ্যেই মানুষের হাতে হাতে 5জি স্মার্টফোন।তবে এই এই অপেক্ষার অবসান চলতি বছরেই শুরু হতে চলেছে 5জি পরিসেবা।
আপনাদের জানিয়ে রাখি, স্মার্টফোনে সমর্থিত 5G ব্যান্ডগুলি N-সিরিজ দিয়ে শুরু হয়। যদি আমরা এই ব্যান্ডগুলিকে সেই আকারে দেখি, তাহলে কোম্পানিটি N28, N5, N3, N77 এবং N258 ব্যান্ডে স্পেকট্রাম কিনেছে। এতে সরা দেশজুড়ে 5G পরিষেবা 700MHz অর্থাৎ N28 ব্যান্ডে পাওয়া যাবে। আপনার স্মার্টফোন যদি N সিরিজের হয় তাহলে আপনি Jio 5G পরিষেবা পাবেন।
কিভাবে চেক করবেন আপনার ফোনে 5G চলবে কিনা?
আপনি সহজেই আপনার 5G ফোনে ব্যান্ড সমর্থন পরীক্ষা করতে পারেন। এর জন্য আপনাকে স্মার্টফোন ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখন আপনাকে আপনার ফোনের মডেল অনুসন্ধান করতে হবে এবং এর স্পেসিফিকেশন পৃষ্ঠায় যেতে হবে। এখানে আপনি কানেক্টিভিটি অপশন পাবেন। আপনি 5G এর সামনে দেওয়া ব্যান্ডের তালিকাটি পরীক্ষা করতে পারেন
ইতিমধ্যে একাধিক 5Gস্মার্ট ফোন লঞ্চ হয়ে গিয়েছে সেগুলি হল,iQOO 9T ,n1, n3, n5, n8, n28, n40, n41, n77, n78 । Xiaomi সম্প্রতি ভারতে Redmi K50i লঞ্চ করেছে। এটি N1, N3, N5, N7, N8, N20, N28A, N38, N40, N41, N77, N78 ব্যান্ড সমর্থন করে। আপনি যদি Jio-এর ব্যান্ডগুলি দেখেন, তাহলে এই ফোনেও Jio 5G চলবে।