মমতার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন ঝাড়খণ্ডের ভাবি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

0

ওয়েব ডেস্ক: রবিবার শপথ নিতে চলেছেন ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন। । সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাঁচিতে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায়।আজ (শনিবার) দুপুরেই তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাতে দেখা করেন ঝাড়খণ্ডের ভাবি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। । এমনকিমমতার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি।

সদ্য ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে । গত বারের চেয়ে বিজেপির ১২টি আসন কমেছে। চলতি বিধানসভা বিজেপির ঝুলিতে ২৫ টি আসন, কংগ্রেস ১৬ টি, জেএমএম ৩০টি, আরজেডি পেয়েছে ১টি আসন।

রবিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।