ওয়েব ডেস্কঃ রয়েছে মেকআপ , পরনে রয়েছে লেহেঙ্গাও কিন্তু নেই গয়না , নয় নয় গয়নার স্থানে রয়েছে টমেটো । কিন্তু বিষয় হলো কেনো ? পাকিস্তানের লাহোরের এক নববধূর ওই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে সোনালি রঙের লেহেঙ্গা পরে গলার হার, কানের দুল, চুড়ি এবং চুলের সাজেও সব টমেটো দিয়ে তৈরি গয়না পরেছেন পাত্রী! কিন্তু কেন এমন অদ্ভুত সাজ? পাকিস্তানের এক সাংবাদিককে, এই উদ্ভট গয়না বাছার পিছনে আসল কারণ জানিয়েছেন কনে। “সোনার দাম তো খুবই বাড়ছে। টমেটোর দামও বাড়ছে পাল্লা দিয়ে। তাই আমি নিজের বিয়েতে সোনার বদলে টমেটোই পরলাম,” বলেন পাত্রী।
টমেটোর গহনা পরা পাত্রীর একটি ভাইরাল ভিডিও অনেককেই অবাক করে দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, টমেটোর দাম সত্যিই আকাশ ছোঁয়া! এই দেশের বেশ কয়েকটি জায়গায় প্রতি কেজি ৩০০ টাকা দামেও বিকোচ্ছে টমেটো।
Tomato jewellery. In case you thought you’ve seen everything in life.. pic.twitter.com/O9t6dds8ZO
— Naila Inayat नायला इनायत (@nailainayat) November 18, 2019