জলপাইগুড়ির মেয়ে , ১ মিনিটে ছোলার ডালের উপর কবিগুরুর ছবি এঁকে বিশ্বসেরা শুভ্রা

0

সমাচার ডেস্কঃ- নিজের প্রতিভায় সারা বিশ্বকে এক মিনিটে হার মানালো জলপাইগুড়ির এক মেয়ে । তার এই প্রতিভা লেখা হলো দ্যা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে । কলেজের পড়ুয়া খালি চোখে নিজে প্রতিবাদ দেখান জলপাইগুড়ি মেয়ের নাম শুভ্রা মন্ডল । খালি চোখে একটি বলপেনের সাহায্যে অতিক্ষুদ্র ছোলার ডালের উপরে এক মিনিটে রবীন্দ্রনাথের ছবি এঁকে সারা বিশ্বে খ্যাতি অর্জন করলো শুভ্রা ।

শুভ্রা লক্ষ্য এবর ক্ষুদ্রাতিক্ষুদ্র মাইক্রো আর্ট । এবার তার এই প্রচেষ্টা ।  জলপাইগুড়ি সদর ব্লক  ঘুঘুডাঙা মেয়ে । স্নাতক পড়ুয়া গ্রামের মেয়ে শুভ্রা মন্ডল । বাবা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী । অতি দরিদ্রতায় চলে পরিবার ‌। ছোটবেলা থেকেই ছবি আঁকায় বেশ আগ্রহী ছিল শুভ্রা , মেয়ের বহু সুন্দর সুন্দর ছবি আঁকা দেখে বাবা মেয়েকে ভর্তি করায় ছবির স্কুলে । যা আর্থিক সংকটের জন্য অষ্টম শ্রেণীর পর তা চলা সম্ভব হয়নি । কিন্তু ছবি আঁকার সেই প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল শুভ্রা । এখন সেই প্রচেষ্টায় আজ অতিক্ষুদ্র ছবি অঙ্কনের বিশ্বসেরা হয়ে উঠল মেয়ে ।

আর্থিক সংকটের জন্য মেয়ের হাতের কাছে ছবি আঁকার কোন জিনিস না থাকার জন্য গাছের পাতার উপরে ব্লেড দিয়ে বিভিন্ন মনীষীদের ছবি আঁকার পাশাপাশি বাদাম, ডাল প্রভৃতি জিনিষের ওপর পরীক্ষামূলকভাবে বল পেন দিয়ে ছবি আঁকতেন । পাশাপাশি চলছিল পড়াশোনাও।