ওয়েব ডেস্কঃ নতুন ছবি ‘গুঞ্জন সাক্সেনা:দ্য কার্গিল গার্ল’-এর প্রথম পোস্টার প্রকাশিত হলো ।মুল চরিত্রে থাকবেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ।তিনি মুলত গুঞ্জন সাক্সেনা চরিত্রে বহন করবেন । যিনি ছিলেন ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা বিমানচালক , যিনি কার্গিল যুদ্ধে গিয়েছিলেন ও যুদ্ধক্ষেত্রে আহত জওয়ানদের উদ্ধার করার জন্য শৌর্য চক্রও পান গুঞ্জন । তাঁরই বায়োপিক এবার উঠে আসছে বলিউডের নতুন ছবিতে। জাহ্নবী কাপুর ছাড়াও এই ছবিতে থাকবেন পঙ্কজ ত্রিপাঠীর পাশাপাশি এই সিনেমায় রয়েছেন অঙ্গদ বেদী, বিনীত কুমার, রজত বারমেচা, বিজয় বর্মা, মনু ঋষি ও হর্ষ ছায়া-রা । ২০২০ সালের ১৩ মার্চ মুক্তি পাবে ‘গুঞ্জন সাক্সেনা:দ্য কার্গিল গার্ল’।
View this post on Instagram
Gunjan Saxena -#TheKargilGirl Releasing on the 13th of March, 2020. @karanjohar @apoorva1972 #PankajTripathi @angadbedi @itsvineetsingh @manavvij @sharansharma @dharmamovies @zeestudiosofficial
জঙ্গি হামলার আশঙ্কায় গুজরাট বন্দরে হাই অ্যালার্ট!