“সংখ্যালঘু নই আমরা ভারতীয়” ইসলামের উদারতার এক বিশাল প্রমান দিলেন ইরফান পাঠান

0

ওয়েব ডেস্ক:একদিকে কাশ্মীর অন্যদিকে নাগরিক পঞ্জির আইন। সরগরম রাজ্য রাজনীতি কখনো দেশ কখনো রাজ্য কোন ভাবেই থেমে নেই আঞ্চলিক দলগুলি ও। তবে এরা যে কর্পোরেট লেভেল থেকে আরম্ভ করে সমস্ত খেলোয়ার জগতে পৌঁছেছে তা বুঝা গেল ইরফান পাঠানের এই মন্তব্যে।

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে জানিয়েছেন অফ স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kanaria) হিন্দু হওয়ার কারণে হেনস্থা হতে হত।  আর এর রেশ কাটতে না কাটতেই নতুন একটি ঘটনা জন্ম দিল বিতর্কের। কিন্তু সেখানে বিতর্ক সেভাবে না থাকলেও একটা শান্তির বার্তা রয়েছে। তাতে খুশি নেটিজেনদের বহু অংশ।

রবিবার সন্ধ্যায় একটি টুইট করেন ইরফান। সেই টুইটে তিনি লেখেন, “সংখ্যালঘু তাদের বলা হয় যারা সংখ্যায় কম হয়। আমরা তো ভারতীয়, আমরা সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ।” সঙ্গে হ্যাশট্যাগে জয়হিন্দ শব্দের ব্যবহার করেন তিনি।