৪৪ দিন নয় চলবে ৫০ দিন ধরে আইপিএল টুর্নামেন্ট! , জেনে নিন IPL-2020-র সময় সূচি

0

ওয়েব ডেস্ক:আইপিএল ২০২০ র গ্রুপ পর্যায়ের সূচি প্রকাশ । আগামী ২৯ মার্চ এই টুর্নামেন্টের সূচনা হবে। প্রথমদিনের ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ৷

ফাইনাল ম্যাচ ২৪ মে। যদি এখন পর্যন্ত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে সরকারি ঘোষণা করা হয়নি ৷এবার আইপিএল ৫০ দিন ধরে চলবে ।

গতবার ৪৪ দিনের ছিল। চলতি বছরের আইপিএল টুর্নামেন্ট শনিবার কোনও ডবল হেডার ম্যাচ হচ্ছে না ৷গ্রুপ স্টেজের শেষ ম্যাচ হবে আগামী ১৭ মে ৷বিকালের ম্যাচগুলি শুরু হবে ৪টা থেকে ৷রাতের ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৮টা থেকেই৷