IPL 2020 : আইপিএলের টাইটেল স্পনসরের লড়াইয়ে বাবা রামদেবের পতঞ্জলি!

0

সমাচার ডেস্ক: ভারত-চিন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর হাতাহাতির ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রবল চিন বিরোধী হওয়ার জন্য চলতি বছরের আইপিএলের (IPL 2020) টাইটেল স্পনসরশিপ নিয়ে কঠিন সিদ্ধন্ত নিয়েছেন বিসিসিআই। চাইনিজ মোবাইল সংস্থা ভিভোর সঙ্গে স্পনসরশিপ চুক্তি ছিন্ন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

তাই নতুন টাইটেল স্পনসরের খোঁজে রয়েছে বিসিসিআই। আপনাদের জানিয়ে রাখি চাইনিজ কম্পানি ভিভোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি রয়েছে বিসিসিআইয়ের। তবে চলতি বছরে স্পনসরশিপ না থাকলেও পরের বছরে পুনরায় আইপিএলে ফিরে আসতে পারে ।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মাত্র একটি মরশুমের জন্য আইপিএলের টাইটেল স্পনসর খুঁজছে। এবার এই লড়াইয়ে নামার সম্ভাবনা রয়েছে একাধিক ভারতীয় সংস্থার। সূত্রের খবর অনুযায়ী রিলায়েন্স জিও, স্টার স্পোর্টস ।এছাড়া অ্যামাজন, টাটা, ড্রিম ইলেভেন, আদানি, বাইজুস এর মতো একাধিক সংস্থার নাম শোনা যাচ্ছে।

এমনকি বাবা রামদেবের পতঞ্জলিও আগ্রহ দেখিয়েছে । ইতিমধ্যেই ভারতের বাণিজ্যিকমহলে নিজের পদ দখল করেছেন পতঞ্জলি। আইপিএলের মাধ্যমে সারা বিশ্বের সামনে নিজের পরিচিত তৈরি করতে চাচ্ছে। এমনকি পতঞ্জলির তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে তারা আইপিএলের টাইটেল স্পনসরশিপের জন্য লড়াই চালাবে।