ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক আদালতে কুলভূষণের মামলায় মুখ পুরলো পাকিস্তানের। আন্তর্জাতিক আদালত জানিয়েছেন, স্থগিত কুলভূষণের মৃত্যুদণ্ড ভারতীয় কনস্যুলেটের কর্মীরা বন্দি কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন। কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ গুরুত্বের সঙ্গে পুনর্বিবেচনা করুক পাকিস্থান। বিবেচনা না হওয়া পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ড যেন কার্যকর না হয়। এদিন আন্তর্জাতিক কোর্টে ১৫-১ ভোটে জয় হয় ভারতের।
প্রসঙ্গত,২০১৬ সালের মার্চ এ বালুচিস্তানে RAW এর এজেন্ট সন্দেহে কুলভূষণকে গ্রেপ্তার করে পাকিস্তান সরকার । যদিও ভারত এই অভিযোগকে অস্বীকার করে। যদিও ভারত জানায় কুলভূষণ ব্যবসার প্রয়োজনে ইরানে গেছিলেন ।২০১৭ সালে ভারত এই মামলা দায়ের করে আন্তর্জাতিক আদালতে ।