“ইনশাল্লাহ, ভারতে একদিন হিজাবি প্রধানমন্ত্রীও হবে”,বললেন আসাদউদ্দিন ওয়াইসি

0

সমাচার ডেস্ক:কর্ণাটকের একটি কলেজ থেকে হিজাব নিয়ে শুরু হওয়া বিতর্ক থামার নামই নিচ্ছে না দিন দিন নতুন নতুন ভিডিও আসনে আসছে আর নতুন বিতর্ক তৈরি করছে । একবার হিজাব বিতর্ক নিয়ে টুইট করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। একটি ভিডিও টুইট করতে গিয়ে ক্যাপশনে ওয়াইসি লিখেছেন, ‘ইনশাআল্লাহ একদিন হিজাবি প্রধানমন্ত্রী হবেন।’

টুইট করা ভিডিওতে ওয়াইসি বলেন ‘আমরা আমাদের মেয়েদের শুভেচ্ছা জানাই’ ইনশাআল্লাহ, যদি সে সিদ্ধান্ত নেয় যে আব্বা-আম্মি আমি হিজাব পরব। তাই আম্মা-আব্বা বলবেন পরো, দেখব কে বাধা দেয়। হিজাব পরে, নেকাবও কলেজে যাবে, কালেক্টরও হবে, ব্যবসায়ীও হবে, এসডিএমও হবে এবং এই দেশে একদিন একটি মেয়ে শিশুও হিজাব পরে প্রধানমন্ত্রী হবে।

দেশে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছিল কর্ণাটকের উদুপির একটি বিশ্ববিদ্যালয় থেকে। কলেজে ছয় ছাত্রী হিজাব পরে ক্লাসে আসেন। এর পরে কুন্দপুর এবং বিন্দুরের আরও কয়েকটি কলেজেও অনুরূপ মামলা আসে। রাজ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে মুসলিম ছাত্রীদের হিজাব পরে কলেজ বা ক্লাসে যেতে দেওয়া হচ্ছে না।