সমাচার ডেস্ক: শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।তাহলে নিয়ে মশকরা করার সময় জাতপাত তুলে মন্তব্য করতে এই বিপত্তি ঘটে যায়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে হয় ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ । বিশেষ করে টুইটারে ট্রেন্ডিং চলে এই হ্যাশট্যাগটি।
ক্ষমা চেয়ে যুবরাজ সিং লিখেছে ,এটি স্পষ্ট করার জন্য যে আমি বর্ণ বা বর্ণ, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে হোক না কেন আমি কোনও প্রকার বৈষম্যকে বিশ্বাস করি না। আমি মানুষের কল্যাণে আমার জীবন ব্যয় করেছি এবং চালিয়ে যাচ্ছি। আমি জীবনের মর্যাদায় বিশ্বাস করি এবং ব্যতীত প্রতিটি ব্যক্তিকে সম্মান করি।
— yuvraj singh (@YUVSTRONG12) June 5, 2020
আমি বুঝতে পারি যে আমি যখন আমার বন্ধুদের সাথে কথোপকথন করছিলাম তখন আমার ভুল বোঝাবুঝি হয়েছিল যা অযৌক্তিক ছিল। তবে, একজন দায়িত্বশীল ভারতীয় হিসাবে আমি বলতে চাই যে আমি যদি অজান্তে কারও অনুভূতি বা অনুভূতিতে আঘাত করে থাকে তবে আমিও তার জন্য দুঃখ প্রকাশ করতে চাই। ভারত ও তার সমস্ত মানুষের প্রতি আমার ভালবাসা ।
আপনাদের জানিয়ে রাখি, এই সমস্ত ঘটনাটি শুরু হয়েছিল একটি মজার ছলে।গত এপ্রিল সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার সঙ্গে ভিডিও কলে আড্ডা দিচ্ছিলেন যুবরাজ। সেখানে হঠাৎ করে উঠে আসে চাহালের প্রসঙ্গ। এই জটিল পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থায় মজার ভিডিও পোস্ট করে চাহাল।এই প্রসঙ্গে জাতপাত নিয়ে কথা বলেন যুবরাজ। যদিও সেটি ছিল মজার ছলে।