সমাচার ডেস্ক:ভারতের সব চাইতে বড় মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ উপহার দিয়েছে একেরপর এক কিংবদন্তি গিতীকার । ৭৫ তম স্বাধীনতা দিবসে ১২ঘন্টার একটি এপিসোড দিয়ে শেষ হবে ইন্ডিয়ান আইডল এর সিজন ১২ । চলতি বছরের এই শোয়ের হার্টথ্রব প্রতিযোগি ছিলেন, পবনদ্বীপ রাজন ও অরূনিতা কাঞ্জিলাল। তাদের নিয়ে গুঞ্জন ও শোনা গিয়েছিল অনেক ।
ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের পর্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন প্রতিযোগী অলকা ইয়াগনিক , উদিত নারায়ণ এর মত একাধিক বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা । শো এর শেষ দিনটা স্মরণীয় করে রাখার জন্যই এই বিশেষ ইভেন্ট এর আয়োজন করেছে চ্যানেল কর্তৃপক্ষ।
এছাড়া ফাইনাল ইভেন্টে থাকবে ইন্ডিয়ান আইডলের কিংবদন্তি, সানি হিন্দুস্তানি এবং সালমান আলীর উচ্চ স্তরের পারফরম্যান্স, কাওয়ালি অধিবেশনে থাকবেন দুই কাওয়ালি মাস্টার মোহাম্মদ দানিশ এবং সাওয়াই ভট্ট ।
পাশাপাশি গ্র্যান্ড ফিনালের মঞ্চে অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট অভিনেত্রী কিয়ারা আদভানি এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা । ১২ আগস্ট মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘শেরশাহ’ এর প্রচারের জন্য ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে তাঁদের ।
#IndianIdol ke khitaab ki ore badh rahe hain hum! Only #100HoursToGo for #IndianIdol2020 #GreatestFinaleEver, on 15th August, from 12 PM onwards!
Don’t forget to set a reminder!https://t.co/7cdx84j9z2 pic.twitter.com/dyD66rkBZm
— sonytv (@SonyTV) August 11, 2021