আজ জম্মু-কাশ্মীরের সফরে যাবেন ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত

0

ওয়েব ডেস্ক: আজ (শুক্রবার) জম্মু-কাশ্মীরের সফরে যাবেন ভারতীয় সেনা প্রধান। কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম কাশ্মীর যাচ্ছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।আজ সকালেই তিনি কাশ্মীরে পৌঁছবেন৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবেন৷

গতকাল রাতে শ্রীনগরে জঙ্গি হামলায় নিহত এক স্থানীয় ব্যবসায়ী । জঙ্গিরা একাধিক বার গুলি করে ওই ব্যবসায়ীকে।নিহতের নাম গুলাম মহম্মদ।

এর আগে২৭ অগস্ট দুই গুর্জরকে অপহরণ করে অস্তিতের জানান দেয় জঙ্গিরা। ওই দিন সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামা থেকে গুর্জর সম্প্রদায়ের ওই দু-জনকে অপহরণ করেছিল জঙ্গিরা। পরে একজনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। অপহৃত দ্বিতীয় জনের খোঁজ মেলেনি।

গত ৫ আগস্ট থেকে জম্মু-কাশ্মীরে রাজ্যের মর্যাদা বাতিল করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে।