চীনের রাতের ঘুম কাড়তে ভারতীয় বায়ুসেনা কিনছে ‘বালাকোট বোমা’ 

0

সমাচার ডেস্ক: লাদাখ নিয়ে দিন দিন সংঘাতের পথে হাঁটছে চিন। তবে ১৯৬২ নয় নতুন ভারত এখন লালফৌজের বিরুদ্ধে সামরিকভাবে প্রস্তুত নিচ্ছে। এবার স্পাইস ২০০০ বা ‘বালাকোট বোমা’ কিনতে চলছে ভারতীয় বায়ুসেনা।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ নাশকতা চালায় পাক মদতপুষ্ট জইশ জঙ্গিগোষ্ঠী৷ এর বদলা নিতেই ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা৷ পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতের বিমানবাহিনীর হামলায় ৩০০ জন জঙ্গি নিহত হয়েছে। সেদিন ভোরে পাকিস্তানের জইশ-ই-মুহম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তৈয়বার স্থাপনায় এ বিমান হামলা চালায়।

তবে বর্তমানের ভারত-চিন পরিস্থিতিতে সেনার তিন বাহিনীকেই ৫০০ কোটি টাকা প্রতি প্রকল্পে অস্ত্র কেনার ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার। সেই অনুযায়ী ভারতীয় বায়ু সেনা স্পাইস ২০০০ বোমা কিনতে চলেছে।এই বোমা প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ।