370 ধারা থেকে মুক্ত কাশ্মীর আজাদ কাশ্মীর এর এক বছর পূর্তি কাল ঐতিহাসিক সাক্ষী ভারত

0

সমাচার ডেস্ক: 370 ধারা লোপ জম্মু-কাশ্মীরে চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে ভারতের রাজনীতিতে চাইলে সব কিছুই সম্ভব। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনের যুগলবন্দীতে সময় এক পরিকল্পনামাফিক জম্মু-কাশ্মীর পরিস্থিতি কে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিলেন।

সেই আইন তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি সেই রাজ্যকে। একদিকে আলগাওবাদি দের উপদ্রুপ অন্যদিকে পাথর ছোড়া, সবকিছু মিলিয়ে যেন এক অস্থির পরিস্থিতি ছিল কাশ্মীর জুড়ে। কিন্তু সে কাশ্মীর আজ হাসছে ।

সেই হাসার এক বছর পূর্ণ হবে 5 ই আগস্ট কাল। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই ভূস্বর্গে অস্থিরতার আশঙ্কা থেকেই একাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দি করা সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

গৃহবন্দি করা হয়েছিল জম্মু কাশ্মীরের প্রাক্তন তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি-সহ উপত্যকার একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে।