ওয়েব ডেস্ক :ওড়িশার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের কমপ্লেক্স-৩ থেকে কুইক রিঅ্যাকশন মিসাইলের পরীক্ষায় সফল ভারত। কুইক রিঅ্যাকশন মিসাইল ভূমি থেকে আকাশে যেকোনও লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম।এর আগে ২০১৭ সালের ৪ জুন প্রথমবার এই কুইক রিঅ্যাকশন মিসাইলের পরীক্ষা করা হয়েছিল।২০১৯ ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয়বার পরীক্ষা হয়। তৃতীয় পরীক্ষা আজ হলো।মিসাইলটি আয়তনে ছোট হলেও প্রচুর জ্বালানী বহনে সক্ষম এই ক্ষেপনাস্ত্র এমনকি রেডারকেও ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুকে উড়িয়ে দিতে সক্ষম।