কোরোনা পরিস্থিতিতে ১৫০ টি দেশকে ভারত ওষুধ দিয়ে সাহায্য করেছে : নরেন্দ্র মোদী

0
modi
modi

সমাচার ডেস্ক: আজ (শুক্রবার) রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম বর্ষপূর্তিতে ভাষন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,’করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে অধিক সুস্থতার হার ভারতে।

একদিনের ভাষনে তিনি আরও বলেন,”করোনা ভাইরাস বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলছে।এই লড়াইয়ে ১৫০টি দেশকে সাহায্য করেছে ভারত।সবকা সাথ, সবকা বিকাশই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, এই জটিল পরিস্থিতিতে মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এখন উন্নয়নশীল দেশকেও সাহায্য করে চলেছে ভারত।এই করোনা আবহে আত্মনির্ভর ভারত বিশ্বকে লড়াইয়ের নতুন মন্ত্র শেখাচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, এই পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। মৃত্যু হয়েছে ২৫ হাজার জনের। তবে ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩।এই পর্যন্ত ভারতে সুস্থতার হার ৬৩.৩৪ শতাংশ।