ড্রাগনের দেশ কে শায়েস্তা করতে ভারত একাই একশো আমেরিকাকে স্পষ্ট জানালো আত্মনির্ভর ভারত!

0

সমাচার ডেস্ক: ভারত ও চীনের মধ্যে যে পরস্পরিক সম্পর্ক তৈরি হয়েছিল মন্থর গতিতে তা ধীরে ধীরে করে আবার যুদ্ধের দামামা পরিস্থিতিতে যাচ্ছে। এমন অবস্থায় হুংকার ছেড়েছিল চীন-।ভারত জানিয়েছিল যে ভারত 1962 এর ভারত নয়।

ভারত অনেক মজবুত আত্মনির্ভরশীল ভারত ভারতের বানিজ্য এবং তার কূটনৈতিক রণকৌশল যথেষ্ট। যার ফলে চীনকে একাই দেখে নিতে পারবে ভারত। এমনটাই বার্তা আসছে সূত্র মারফত। চীনের সাথে ভারতের যে সমস্যা তৈরি হয়েছে তা সমাধান করার জন্য ভারত একাই যথেষ্ট, এর জন্য কোন তৃতীয় দেশের সাহায্য ভারতের প্রয়োজন নেই ।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 4 এপ্রিল শেষবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হয় তারপর থেকে আর কোন কথা হয়নি এবং এক্ষেত্রে চীনের সঙ্গে সমস্যা সমাধানের জন্য ভারতের কূটনীতি এবং সেনা দুটোই যথেষ্ট ।

আমেরিকার সাহায্যের দরকার নেই । চীন নিজের অভ্যন্তরীণ সমস্যা এখন জেরবার। আমেরিকা বারবার করে হস্তক্ষেপ চাইলেও ভারত কোন মোটেও পাকিস্তান হোক বা চীন কোন দ্বিপাক্ষিক বিষয় এর মধ্যে ঢুকতে দিতে নারাজ।