উত্তর প্রদেশে প্রকাশ্যে জয় শ্রী রাম বলানোর চেষ্টায় জোর জুলুম,কাঁদতে কাঁদতে তার বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি ছোট্ট মেয়ের 

0

সমাচার ডেস্ক: উত্তর প্রদেশে এক ব্যক্তিকে প্রকাশ্যে সড়কে লাঞ্ছিত করার খবর পাওয়া গেছে। তাকে জোরপূর্বক ‘জয় শ্রী রাম’ বলানোর পাশাপাশি রাস্তায় রাস্তায় ঘোরানো হয়। কানপুর শহরে এই ঘটনা ঘটে।

সেই ব্যক্তির সঙ্গে থাকা একটি ছোট্ট বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে তার বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি জানাচ্ছে।এমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। ভিডিওটির ভিত্তিতে ইতিমধ্যেই ১২ জন সন্দেহভাজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

এই ঘটনাটি যেখানে ঘটেছে তার থেকে মাত্র ৫০০ মিটার দূরেই বজরং দলের এই বৈঠক ছিল। তবে পুলিশ সূত্রে খবর, এই হেনস্থার ঘটনার সঙ্গে বজরং দলের যোগ আছে বলে অনুমান করা হচ্ছে।

ওই ব্যক্তি পুলিশের কাছে তার অভিযোগে বলেন, ‘বিকেল ৩টার দিকে আমি আমার ই-রিকশা নিয়ে যাচ্ছিলাম তখন হামলাকারীরা আমাকে গালিগালাজ ও মারধর করতে শুরু করে। তিনি আরও বলেন, পুলিশের কারণে আমি বেঁচে গেছি।