সমাচার ডেস্ক: নির্ভয়ার দোষীদের দিল্লি হাইকোর্টে প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়েছে। তারপর রাষ্ট্রপতিও প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন৷বিনয়ের কিউরেটিভ পিটিশন জানুয়ারি মাসেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ আগামীকাল (শুক্রবার) ভোর রাতে নির্ভয়ার দোষীদের ফাঁসি কার্যকর করার কথা রয়েছে।
অন্যদিকে তিহার জেলের কাছে বিনয়ের মা আর্জি জানিয়েছেন, রাতে শেষবার ছেলেকে তিনি নিজে হাতে রেঁধে খাওয়াতে চান৷ তিনি পুরি, সবজি ও কচুরি বানাবেন৷ এটাই হবে শেষ খাওয়া বিনয়ের।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির মুনিরকা এলাকায় চলন্ত বাসের ভিতরে ২৩ বছর বয়সি প্যারামেডিক্যাল ছাত্রীকে ৬ জন মিলে গণধর্ষণ করে। গোটা ঘটনাটি প্রকাশে আস্তেই দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ মিছিল।
নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ২০১৭ সালে ৪ জন অভিযুক্তকে ফাঁসির সাজা দেওয়া হয় মুকেশ (৩১), পবন গুপ্তা (২৪), বিনয় শর্মা (২৫) ও আকাশ কুমারের (৩৩) ।২০১৮ সালের জুলাইতে সুপ্রিম কোর্ট তাদের ২০১৭ সালের রায়ের পূনর্মূল্যায়ণের আবেদন খারিজ করে দেয়। বর্তমানে তারা এখন তিহার জেলে রয়েছে।