বড় সিদ্ধান্ত: যোগী রাজ্যে মহরম তাজিয়া জুলুসের নিষেধাজ্ঞা জারি,ক্ষুব্ধ শিয়া সম্প্রদায়

0

সমাচার ডেস্ক: করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ এর সরকার মহরমের জন্য একটি গাইডলাইন জারি করেছেন। এই গাইডলাইন অনুযায়ী ১৯ আগস্ট থেকে প্রশাসন সব রকমের জুলুস বের করায় নিষেধাজ্ঞা জারি করেছে।

মহরমের ব্যাপারে ডিজিপি অফিস থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে, শিয়া সম্প্রদায়কে তবারা পড়তে হবে। এতে বলা হয়েছে, কিছু অসামাজিক উপাদান পশু ও ঘুড়ির পিঠে উড়ে উড়ে এমন কিছু লিখে যা সুন্নি সম্প্রদায়ের জন্য আপত্তিকর। আশঙ্কা করা হচ্ছে এর কারণে শান্তি নষ্ট হবে।

একই সঙ্গে মাওলানা কালবে সিবতেন নূরী বলেন, পুলিশ প্রশাসনের নির্দেশিকা শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তিনি বলেন, মহরম ও শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে সরাসরি ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।

তিনি নির্দেশিকার খসড়া পরিবর্তন করার দাবি জানান। তিনি খসড়া প্রস্তুতকারীদের তদন্তের দাবি জানান।আপনাদের জানিয়ে রাখি, এর আগে বিক্রি ঈদেও উত্তর প্রদেশে কড়া বিধি নিষেধ জারি করা হয়েছিল।