জম্মু-কাশ্মীরে ৫ নেতার মুক্তি, বন্দি রইলেন তিন প্রধান নেতা

0

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে উপত্যকায় বেশ কিছু নেতাকে আটক করা হয়েছিল। গতকাল অর্থাৎ সোমবার পাঁচ মাস পর সোমবার তাদের মধ্যে ৫ জনকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাশ্মীরের সাবেক তিন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে মুক্তি দেয়া হয়নি।

মুক্তি পাওয়া নেতারা হলো ইশফাক জব্বার ও গুলাম নবী ভাট (ন্যাশনাল কনফারেন্স), বশির মির (কংগ্রেস), জাহুর মির এবং ইয়াসির রেশি (পিপলস ডেমোক্র্যাটিক পার্টি)। সোমবার তাদেরকে শ্রীনগর থেকে তাদের মুক্তি দেয়া হয়।

যদিও এখন আটক রয়েছে কাশ্মীরের তিন প্রধান নেতা।ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টি প্রধান মেহবুবা মুফতি। এখন পর্যন্ত তাদের মুক্তির দিন ঠিক হয়নি। সূত্র: এনডিটিভি