জম্মু ও কাশ্মীরে ৩৭০ বাতিলের বিপক্ষে এবার দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হলো ওমর আবদুল্লার দল ও ন্যাশনাল কনফারেন্সের দুই সংসদ । ওমর আবদুল্লা দল ও দুই সংসদ দাবি করেছে কেন্দ্রের এই পদক্ষেপ “বেআইনি”। উপত্যকার বিশেষ রাজ্যের মর্যাদার অবলুপ্তি ঘটানোর পরিপ্রেক্ষিতে পরবর্তী কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আগাম সতর্কতা নেয় কেন্দ্র। জম্মু ও কাশ্মীর প্রচুর সেনা মোতায়েনের পাশাপাশি ওমর আবদুল্লা এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং কয়েকশ রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর ওমর আবদুল্লা আগেই আভাষ দিয়েছিলেন যে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তাঁর দল। ন্যাশনাল কনফারেন্সের দুই সাংসদ আকবর লোন এবং হাসনাইন মাসুদি শীর্ষ আদালতে এই পিটিশন দায়ের করেছেন।