১). ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন কর্পূরের ট্যাবলেট। এটি শুধু মশাই তাড়াবে না, কাজ করবে রুম ফ্রেশনারেরও।
২). লেবুর দুই টুকরা করে কয়েকটি লবঙ্গ গুঁজে নিন। ঘরের এক কোণায় রেখে দিন, দেখুন মশা গায়েব।
৩). গরম জলে রসুন দিয়ে সেদ্ধ করুন । এবার জল ছেঁকে নিয়ে জল বোতলে নিয়ে স্প্রে করুন ঘরে। মশা দূর হবে।
৪). ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে। এছাড়া নিমপাতা পোড়ালে যে ধোঁয়া হয়। তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর।