‘হিন্দুরা যদি হিন্দুই থাকতে চায় তাহলে অখণ্ড ভারত গড়তে হবে’ : মোহন ভাগবত

0

সমাচার ডেস্ক: শনিবার RSS প্রধান মোহন ভাগবত হিন্দুদের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,হিন্দুরা যদি হিন্দুই থাকতে চায়, তাহলে একটি অখণ্ড ভারত করতে হবে।মধ্যপ্রদেশের গোয়ালিয়রে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে একথা বলেন ভাগবত।ভাগবত আরও বলেন, দেখবেন হিন্দুদের সংখ্যা ও শক্তি কমে গেছে বা হিন্দুত্বের চেতনা কমে গেছে। হিন্দুরা যদি চায় তারা হিন্দুই থাকুক, তাহলে ভারতকে ঐক্যবদ্ধ হতে হবে।

সে তিনি আরও বলেন, হিন্দু ছাড়া ভারত হয় না ,ভারত ছাড়া হিন্দু ভাবা যায় না।দেশভাগের পর ভারত ভেঙে পাকিস্তান হয়। এটা ঘটেছে কারণ আমরা এই ধারণাটি ভুলে গিয়েছিলাম যে আমরা হিন্দু। সেখানকার মুসলমানরাও এ কথা ভুলে গেছে।প্রথমে যারা নিজেদেরকে হিন্দু মনে করে তাদের শক্তি কমেছে, তারপর সংখ্যা কমেছে, ফলে পাকিস্তান আর ভারত নেই। তিনি বলেন, এটা হিন্দুস্তান এবং এখানে হিন্দুরা ঐতিহ্যগতভাবে বসবাস করে আসছে।

আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার দিন মোহন ভাগবত নয়ডায় বলেছিলেন যে লক্ষ লক্ষ দেশপ্রেমিক আমাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। একই সঙ্গে স্বাধীনতার পর দেশভাগের যন্ত্রণা ভোগ করেছেন। আমরা পেয়েছি একটি খণ্ডিত ভারত।এখন খণ্ডিত ভারতকে ঐক্যবদ্ধ করতে হবে আমাদের। এটা হবে আমাদের জাতীয় ও ধর্মীয় কর্তব্য এবং বিজয় আমাদেরই হবে।