সতীদাহর নামে বিধবা তরুণীদের জ্বালিয়ে দিলেও অবাক হব না : শ্রীলেখা

0

সমাচার ডেস্ক: সরস্বতী পুজো মানে বাঙালিদের কাছে ভ্যালেন্টাইনস ডে। সকাল সকাল শাড়ি , পাঞ্জাবি পরে বেরিয়ে পড়া। প্রিয় মানুষের একটু আড়চোখের আলতো ছোঁয়া এই সব মিলিয়ে বাঙালিদের সরস্বতী পুজো। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা।

সেই পোস্টে একটি ‘সতর্কিকরণ’ হিসেবে লেখা রয়েছে , ‘ভ্যালেন্টাইনস ডে’ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। সুতরাং বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ওইদিন খোলা জায়গায় কোনো যুগল যেন দৃষ্টিতে না আসে। 

সেখানে আরও লেখা ছিল আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে এবং ‘লাভ জিহাদ’ ও ‘ব্যভিচারে’র বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা লেখা ছিল। 

এই পোস্ট শেয়ার করে শ্রীলেখা লিখেছেন,আমি কী লিখব বুঝতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি এদের মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত। একবারও লজ্জা লাগে না এই ধরনের কাজ করতে? তিনি আরও লিখেছেন,এখনো ক্ষমতাতে আসেনি তাতেই এই? এখনো রাজ্যবাসীর চোখ খুলবে না? জেগে উঠুন, এখন নয়তো কখন? ‘সতীদাহ’র নামে বিধবা তরুণীদের জ্বালিয়ে দিলেও অবাক হব না।’