‘আমি দেশকে ভালবাসি,দেশবিরোধী নই, বয়কট করবেন না আমার ছবি’,ক্ষমা চাইলেন আমির খান 

0

সমাচার ডেস্ক: লাল সিং চড্ডার মুক্তির আগেই বিপাকে আমির খান,আমিরের এই পুরনো মন্তব্যকে ঘিরে প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় জুড়ে। নেটিজেনদের বড় অংশ ইতিমধ্যেই আমির খানকে বয়কটের ডাক দিয়েছে ।বর্তমান পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে বলিউড জুড়ে শনির ছায়া,দু একটি ছবি ছাড়া অধিকাংশ ছবি মুখথুবড়ে পড়েছে।

একটি ২০১৫ সালের মন্তব্য নিয়ে নতুন করে করে বিতর্কে জড়িয়ে পেয়েছে আমির খান।সেই সাক্ষাৎকার কারে আমির বলেন, ভারত খুবই সহনশীল দেশ কিন্তু সেখানে কিছু লোক আছে যারা ইচ্ছাকৃতভাবে ঘৃণা ও হিংসা ছড়ায়। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন যে দেশের পরিস্থিতির কারণে তাঁর প্রাক্তন স্ত্রী সন্তানদের নিয়ে ভারত ছাড়তে চান।

২০১৫-য় করা মন্তব্যের জেরে ‘লাল সিংহ চড্ডা’ দেশজুড়ে বয়কটের মুখে পড়েছে। এবার সেই পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে নেমেছেন খোদ আমির খান। সাম্প্রতিক সংবাদ মাধ্যমের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমির খান আমজনতার কাছে অনুরোধ করে ‘লাল সিংহ’ বলেন যে,‘‘আমি দেশকে ভালবাসি,আমি দেশবিরোধী নই, দয়া করে আমার ছবি বয়কট করবেন না।যারা ভাবছেন, আমি দেশকে ভালবাসি না, তাঁরা ভুল ভাবছেন। এটা সত্যি নয়,আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত।’’

আপনাদের জানিয়ে রাখি আগামী ১১ আগস্ট অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিংহ চড্ডা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।তবে বর্তমানে যা পরিস্থিতি তা নিয়ে চিন্তিত আমির ও সহকারীরা।