সমাচার ডেস্ক: শেষ পর্যন্ত পুলিশের জালে হাতে নাতে ধরা পড়েছে দুই প্রেমিক রাজমিস্ত্রি সহ বালির দুই বধূ। পরিবারের অভিযোগ অনুযায়ী, দুই গৃহবধূকে অপহরণ করার অভিযোগে ধৃত রাজমিস্ত্রি সুভাষ ও শেখরকে বৃহস্পতিবার ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে হাওড়া জেলা আদালত।
তবে দুই বধূ অনন্যা এবং রিয়া কর্মকার জানিয়েছিলেন যে নিজেদের ইচ্ছেতেই সুভাষ ও শেখরের সঙ্গে গিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, বালির কর্মকার বাড়ির দুই ছেলে পলাশ এবং প্রভাতের দুই স্ত্রী অনন্যা এবং রিয়া গত ১৫ ই ডিসেম্বর বাজারে শিতের পোশাক কিনতে যাওয়ার নাম করে ঘর ছেড়ে পালিয়েছিল।
মুম্বইতে পালিয়ে যান তাঁরা,সেখান থেকে ফেরার পথেই তাঁদের আসানসোল স্টেশনে আটক করে পুলিশ। পরিবারের পক্ষে অপহরণের অভিযোগ করা হলেও অনন্যা এবং রিয়া বলেন,তাঁদেরকে অপহরণ করেননি দুই রাজমিস্ত্রি। এক গৃহবধূ বলেন তিনি শেখরকে ভালোবাসেন।তবে অনন্যা পুলিশকে জানিয়েছেন যে,গত আট বছর আগে পলাশের সঙ্গে বিয়ে হয়েছিল, তাঁদের কোনও সন্তান হয়নি।রিয়া জানান যে,তাঁকে সময় দিতেন না স্বামী।
সূত্রের খবর অনুযায়ী, রাজমিস্ত্রির কাজের জন্য সুভাষ এবং শেখর কর্মকার পরিবারে কাজ করতে এসেছিলেন। সেই সময় তাঁদের দু’জনের সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই গৃহ বধূর। অনন্যা এবং রিয়াকে মোবাইল কিনে দিয়েছিল দুই যুবক । সেই মোবাইলের লোকেশন ট্র্যাক করেই আটক হয় দুই গৃহবধূ সহ রাজমিস্ত্রি।